রিজার্ভের চুরি যাওয়া সম্পূর্ণ অর্থ ফিলিপাইন থেকে ফেরত পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী এএমএ মুহিত।
তিনি বলেন, চুরি যাওয়া অর্থ ফেরত পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ফিলিপাইনের অর্থমন্ত্রী চুরি যাওয়া অর্থ ফেরত দেয়ার ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন। আজ তার কার্যালয়ে আইনমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে প্রয়োজনীয় চিঠি দেয়ার পর ফিলিপাইন সরকার চুরি যাওয়া অর্থ উদ্ধারে দু’টি মামলা করেছে।
রিজার্ভ চুরির প্রশ্নে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বক্তব্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আরসিবিসি’র কথার গুরুত্ব দেয় না। এজন্য তারা দায়ী। টাকা তাদেরকে ফেরত দিতে হবে।
মুহিত বলেন, ইতোমধ্যে প্রায় ১৫ মিলিয়ন ডলার ফেরত এসেছে। আরো ২৯ মিলিয়ন ডলার ফেরত পাওয়া যাবে।
হ্যাকাররা ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের বাংলাদেশের এ্যাকাউন্ট থেকে মোট ১০১ মিলিয়ন ডলার চুরি করেছে।
No Comments