আবাসন ও শ্রমনীতি লঙ্ঘন করার দায়ে প্রায় ৩৬ হাজার ৭০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অধীনে বিভিন্ন রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার এই অভিযানের ৬ষ্ঠ দিন ছিল। এ খবর দিয়েছে সৌদি গালফ। পুলিশের ডাইরেক্টর মেজর জেনারেল সালেহ সুলাইমান আল কারজাই বলেন, অভিযানে সংশ্লিষ্ট অপরাধকর্মে জড়িত ৬৩ জন সৌদি নাগরিককেও আটক করা হয়। পাশাপাশি বিপুলসংখ্যক অবৈধ বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযানের প্রথম চার দিনে ৬ হাজার ৬৩৫টি ট্রাফিক আইন অমান্য করার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। পুলিশের মুখপাত্র মেজর জাইদ আল দাব্বাস অবৈধ প্রবাসীদের আশ্রয় না দেয়া ও তাদের নিরাপদে সরে পড়ার সুযোগ না দিতে সৌদি আরবের নাগররিকদের সতর্ক করেছেন। তিনি বলেন, নির্দেশ অমান্য করে কেউ অবৈধ প্রবাসীদের সাহায্য করলে তাকে জরিমানা ও জেলে পাঠানো হতে পারে। সৌদি আরবের মদিনা শহরে ১ হাজার ১৩০ জন্য আইন অমান্যকারীকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের শাস্তি হিসেবে জরিমানা, জেল বা নির্বাসনে পাঠানো হতে পারে। আরেক মুখপাত্র মেজর হোসেইন আল কাহতানি বলেন, মদিনার উপকণ্ঠে কিছু শহর ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালানো হয়। এছাড়া, তাবুকে বিভিন্ন দেশের ৫৯৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে আটকদের ২২ হাজার ৮৫ জনকে আবাসন নীতি লঙ্ঘন করার দায়ে, ৬ হাজার ৮৭৪ জনকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ও ৭ হাজার ৬৯৭ জনকে শ্রমনীতি ভঙ্গ করার জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত শাস্তি হিসেবে বিভিন্ন দেশের ৪ হাজার ৪৫৭ জনকে স্থানান্তরিত করা হয়েছে। আর তাৎক্ষণিকভাবে সাজা দেয়া হয়েছে ৩ হাজার ২২৩ জনকে।

সৌদি আরবে গ্রেপ্তার ৩৬ হাজার ৭০০ প্রবাসী
নভে. ২১
Carousel Slide Three, প্রবাস
no comments
No Comments